Sasraya News

Alipurduar : বুনো হাতির কবলে বৃদ্ধ জখম

Listen

সাশ্রয় নিউজ ★ কামাখ্যাগুড়ি : বুনো হাতির (Elephant) কবলে একজন বৃদ্ধ জখম। গুরুতর আহত (injured) অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত আড়াইটে নাগাদ কুমারগ্রামের বিটে বুনো হাতিটি প্রবেশ করে। ওই হাতির কবলে পড়েন ধীরেন্দ্রনাথ বিশ্বাস নামে একজন বৃদ্ধ। তাঁকে বন বিভাগের (Forest Department) কর্মীরা উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে (Alipurduar District Hospital)  ভর্তি করেন। স্থানীয় সূত্রে খবর, ধীরেন্দ্রনাথ বাবুকে বুনো হাতিটি (Elephant) শুঁড় দিয়ে আঘাত করে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read