



বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
সাশ্রয় নিউজ ★ আলিপুরদুয়ার : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান এক যুবক। মৃতের নাম সুমন দাস (২৮)। মৃত কুমারগ্রামের জয়দেবপুরের বাসিন্দা বলে কুমারগ্রাম থানা সূত্রে খবর। তাঁর মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পুলিশ আলিপুরদুয়ার হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে আরও খবর, শুক্রবার সন্ধেয় বাড়ি ফিরে জলের মোটর চালিয়ে স্নান করতে যায় যুবক। স্নানের পরে ভেজা অবস্থায় বন্ধ করতে যায় মোটরটি। সে-সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হন যুবক। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা যুবককে মৃত হয়েছে বলে উল্লেখ করেন।
