



আলিপুরদুয়ারে জমির খতিয়ান বিভ্রান্তি, আন্দোলনের পথে উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চ
সাশ্রয় নিউজ ★ আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারে জমির খতিয়ান বিভ্রান্তি, আন্দোলনের পথে উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চ। জমির খতিয়ান হাতে পেয়ে যারপরনাই বিভ্রান্ত বনবস্তিবাসীরা। তাঁদের অভিযোগ, রাজ্য সরকারের দেওয়া খতিয়ানের কাগজ তুলে দেওয়া হয়। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রাজাভাতখাওয়ায় বনজন শ্রমিকমঞ্চ-এর সম্মেলন ছিল। সম্মেলনে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলা থেকে মোট দেড়শজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানে ক্ষোভ উগরে দেন উত্তরবঙ্গ বনজন শ্রমিক মঞ্চ-এর আহ্বায়ক লালসিং ভুজাল। তিনি সম্মেলন মঞ্চ থেকে তাঁর বক্তৃতায় বলেন, ‘বনবস্তিবাসীদের অধিকার খর্ব করা হচ্ছে। রাজ্য সরকার এমন করতে পারে না। জমির খতিয়ানে নাম আর পিতার নাম দেখানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এটা মেনে নেওয়া যায় না।’ ঘটনায় বৃহত্তর জেলায় জেলায় আন্দোলনের পথে যাওয়ার কথা জানান, বনজন শ্রমিক মঞ্চ-এর নেতৃত্ব। খতিয়ান বিভ্রান্তির কথা জানেন না বলে জানান, সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি এও বলেন, ‘সরকার সবসময় বনবস্তিবাসীদের পাশে আছে।’। খতিয়ান বিভ্রান্তির নিন্দা করেছে বিজেপি।
