



সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : দ্বিতীয় বিবাহ বার্ষিকী উদযাপন করলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর (Aliaa Bhatt Ranbir Kapoor Anniversary)। তাঁদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানান রণবীরের মা নীতু কাপুর ও আলিয়ার মা সোনি রাজদান।

গত ১৪ এপ্রিল ২০২২ সালে সাত পাকে বাধা পড়েন আলিয়া ও রণবীর। ১৪ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় আলিয়া লেখেন, ‘দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা মাই লাভ। আজকের মতোই আরও বহু বছর তোমার সঙ্গে কাটব।’ আলিয়া সোশ্যাল মিডিয়ায় রণবীরের সঙ্গে একটি সাদা-কালো ছবির পাশাপাশি এক বৃদ্ধদম্পতির ছবিও পোস্ট করেন। তাতেই বেশ খুশি আলিয়া ও রণবীরের ফ্যানেরা। তাঁদের শুভেচ্ছায় ভাসিয়ে নিয়ে গিয়েছেন নেটাগরিকরা।
