Sasraya News

Alexei Navalny : দেহ পেলেন অ্যালেক্সেই নাভালনির মা

Listen

সাশ্রয় নিউজ ★ মস্কো : রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভানলির (Alexei Navalny) রহস্য মৃত্যু হয়, ১৬ ফেব্রুয়ারি। তাঁর মৃত্যুর কারণ এখনও অধরাই রয়েছে বলে খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। যদিও জেল কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক কারণেই মৃত্যু হয় রাশিয়ার বিরোধী দল নেতার। যদিও তাঁর পরিবার সেই কথা মানেননি। রয়টার্স-এ প্রকাশ রাশিয়ার প্রয়াত বিরোধী দল নেতার মারিয়া পেভচিক নামে এক বন্ধু দাবি করেন, “বন্দী বিনিময়ে খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পাচ্ছিলেন নাভালনি। কিন্তু নাভালনি জেলের বাইরে থাকবে এই ব্যাপারটা সহ্য হয়নি পুতিনের। তাই তাঁকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নাভালনির মা এক ভিডিও বার্তায় জানান, তাঁর পুত্রের দেহ মর্গে গিয়ে দেখার অনুমতি দেয় প্রশাসন। তিনি দাবি করেন, “ওরা পুরো বিষয়টি গোপনে সেরে ফেলতে চাইছে। কোনও শোকসভা করতে বারণ করেছে। একটি কবরস্থানে নিয়ে গিয়ে আমাকে বলা হয়, এখানেই ছেলেকে সমাধিস্থ করে দিন। কিন্তু আমি আপত্তি জানাই।” আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার নাভালনির মা’য়ের হাতে দেহ হস্তান্তর হয়। কিন্তু তাঁর দেহটির অন্তিম ক্রীড়া কীভাবে হয় তা জানা যায়নি। -সংগৃহীত ছবি 

আরও খবর : Aam Admi Party : দিল্লি ও হরিয়ানায় প্রার্থী ঘোষণা আপ-এর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read