



অখিলেশকে কটাক্ষ বিজেপি নেতার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব দলীয় কাজে কলকাতা সফরে এসেছেন। বিজেপির বারাসাত জেলা সাংগঠনিক সভাপতি তাপস মিত্র কটাক্ষের সুরে বলেন, ‘এ রাজ্যে বিধানসভা ভোটের আগে যখন উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টি ও অখিলেশ যাদবকে ক্ষমতায় আনার জন্য সেখানে গিয়েছিলেন। তিনি দায়িত্ব নিয়েছিলেন। তার পরিণতি সবাই দেখেছেন। উত্তরপ্রদেশের মানুষ এই অখিলেশ যাদব সহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝেঁটিয়ে বিদায় করেছেন। তার প্রতিদান দেওয়ার জন্যই অখিলেশ যাদব কলকাতায় আসেন।’ বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল যেভাবে চুরির দূর্নীতিতে ভেসে গিয়েছে, তাই তাঁকে বাঁচানোর জন্য সব চোররা এক হয়েছে।’ তাপস মিত্র কটাক্ষ করেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে এই চোরদের তিহার জেলা পাঠাবে।’
