Sasraya News

Akhil Giri : অখিল-পুত্রকে আয়কর নোটিশ

Listen

অখিল-পুত্রকে আয়কর নোটিশ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের মন্ত্রী অখিল গিরির ছেলেকে আয়কর নোটিশ। আয়কর দফতর অখিল গিরির পুত্রকে নভেম্বর-এর ১৩ তারিখ হাজিরার নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ। উল্লেখ্য, এর আগে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির। তাঁর একটি মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয় রাজ্যের রাজনৈতিক মহলে। ফের তাঁর পুত্রের নামে আয়কর নোটিশ-এর জন্য শিরোনামে তৃণমূল নেতা।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read