



সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে আরসিবি জিতল আইপিএল ২০২৫-এর ট্রফি। বিরাট কোহলির দল ঘরে তুলল বহু প্রতীক্ষিত শিরোপা। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় উৎসব, আনন্দ, উল্লাস। বেঙ্গালুরুতে তো যেন ‘লাল ঝড়’। তবে সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিভীষিকায়। সূত্রের খবর, চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জন। আরেক সূত্রের খবর মৃত্যু হয়েছে ১১ জন সমর্থকের। আহত হয়েছেন চল্লিশের বেশি। ক’য়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আনন্দের রাতে ছায়া ফেলেছে মৃত্যু।
ম্যাচ শেষে আরসিবি-র ট্রফি জয়ের ঘোষণা হতেই স্টেডিয়ামের বাইরে হাজার হাজার সমর্থক জমায়েত হন দলের বাস দেখার জন্য। অনেকেই ব্যারিকেড টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ। প্রচণ্ড ভিড়ের চাপে একাংশ মাটিতে পড়ে যান, আর সেই সময় ঘটে যায় দুর্ঘটনা। পদপিষ্ট হন অনেকে। সঙ্গে সঙ্গে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নামে। দ্রুত আহতদের নিয়ে যাওয়া হয় এমএস রমাইয়া ও ভিক্টোরিয়া হাসপাতালে।হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মৃতদের মধ্যে দু’জন কিশোর। নাম অর্জুন হেগড়ে (১৭) ও সামির শেখ (১৬)। একজন মহিলাও রয়েছেন যিনি এক বন্ধুর সঙ্গে খেলা দেখতে এসেছিলেন। তাঁর দেহ শনাক্ত করা যায়নি এখনও। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে অন্তত ১২ জন আইসিইউতে। স্থানীয় সূত্রে খবর, বেশিরভাগই শ্বাসরুদ্ধ হয়ে ও হাড় ভেঙে গুরুতর আঘাত পেয়েছেন।
এই ঘটনার পর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গভীর শোক প্রকাশ করেছেন। টুইট করে তিনি লেখেন, “আরসিবি-র জয় কর্ণাটকের গর্ব, কিন্তু এই জয়ের রাতেই এমন মর্মান্তিক ঘটনা হৃদয়বিদারক। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার পূর্ণ ব্যয়ভার নেবে রাজ্য সরকার।” একই সঙ্গে ঘটনার তদন্তে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ। পুলিশের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন। কীভাবে হাজার হাজার মানুষ ব্যারিকেড পেরিয়ে পুলিশের চোখের সামনে এমন ঘটনা ঘটল তা নিয়েই উদ্বিগ্ন প্রশাসন।
এদিকে আরসিবি-র শিবিরেও আনন্দের মাঝেও ছায়া নেমেছে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বিরাট কোহলি বলেন, “এই ট্রফি আমাদের দলের প্রতিটি সদস্যের দীর্ঘ দিনের স্বপ্নপূরণ। তবে বেঙ্গালুরুর এমন মর্মান্তিক ঘটনার কথা জেনে আমি গভীরভাবে শোকাহত। সমর্থকরা আমাদের প্রাণ, তাদের যেন কোনও ক্ষতি না হয় এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রয়োজনে দল তাদের পাশে থাকবে।” আইপিএল গভর্নিং কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, “খুব দুঃখের সঙ্গে আমরা এই দুর্ঘটনার খবর পেয়েছি। আরসিবি-র জয় ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায়, কিন্তু এর সঙ্গে এমন এক শোকসংবাদ জুড়ে যাবে ভাবিনি। নিহত ও আহতদের পরিবারের পাশে আমরা রয়েছি।”
বেঙ্গালুরু শহরের বিভিন্ন জায়গায় ভোররাত অবধি চলেছে উদ্যাপন। কিন্তু পুলিশ পরিস্থিতি আয়ত্তে রাখতে বাধ্য হয়ে বহু জায়গায় ১৪৪ ধারা জারি করে। স্টেডিয়ামের আশপাশে বন্ধ রাখা হয় সমস্ত যানচলাচল। নিরাপত্তার জন্য ডাকা হয় অতিরিক্ত বাহিনী। অন্যদিকে, মৃতদের পরিবারে শোকের ছায়া। অর্জুন হেগড়ের বাবা বলেন, “ও স্কুলে পড়ে। ক্রিকেটের পাগল। বিরাটের জন্য পাগল ছিল। আজ সকালেই বলছিল, রাস্তায় গিয়ে বাস দেখবে। কে জানত, ছেলেটাকে আর দেখতে পাব না!” একসময়ের আনন্দময় ক্ষণ পরিণত হয়েছে স্মরণীয় দুঃস্বপ্নে।
বেঙ্গালুরুর এই ঘটনা গোটা দেশের মধ্যে আলোড়ন তুলেছে। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তার পাশাপাশি প্রশ্ন উঠছে, কেন আগে থেকেই যথেষ্ট নিরাপত্তা নেওয়া হয়নি? প্রশ্ন উঠছে, কি কারণে একটি ট্রফি সেলিব্রেশনকে ঘিরে এমন প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হল? ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। আরসিবি-র ট্রফি জয় ইতিহাসের পাতায় লেখা থাকবে সোনার হরফে, কিন্তু সেই পাতার এক কোণেই রয়ে গেল কিছু অন্ধকার দাগ। জয়, গর্ব, উন্মাদনা আর শোকের এক বিভাজিত রাত হয়ে থাকল ৪ জুন ২০২৫।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : IPL 2025 Winner RCB : আইপিএল জিতে ইতিহাস গড়ল আরসিবি, নায়ক সেই বিরাট
