



সাশ্রয় নিউজ ★ বীরভূম : শিশু অধিগ্রহণ আইনমেনে স্পেনের এক দম্পতি অ্যাডপট করলেন শরৎকে। ঢেড় বছরের শিশুটিকে স্পেনের বাসিন্দা গবেষক ও শিক্ষিকার হাতে তুলে দিল বীরভূম জেলা প্রশাসন। কেমিক্যাল সায়েন্সের গবেষক ফ্রান্সিসকো দেবদারু ফার্নান্ডেজ প্রিজো শিশুটিকে অ্যাডপট করতে পেরে খুব খুশি। তাঁর কথায়, ‘এটা আমাদে কাছে ঈশ্বরের উপহার।’ তাঁর স্ত্রী মার্তাগালা ভার্নাস। স্পেনের একটি স্কুলে ফিজিক্স ও কেমিস্ট্রি পড়ান। তাঁদের কথায়, ‘গত ছ-বছর ধরে একে কোলে তুলে নেওয়ার জন্য পরিকল্পনা করেছি। আজ তা পূর্ণ হল।’ প্রসঙ্গত, প্রশ্ন ওঠে কীভাবে একজন স্পেনের মাদ্রিদবাসী এদেশ থেকে শিশু অ্যাডপট করলেন! বিশেষ সূত্রে জানা যায় যে, ওই দম্পতি সেন্ট্রাল অ্যাডপটেশন রিসোর্স অথরিটি বা কারা-র পোর্টাল থেকে শিশুটিকে পছন্দ করেন। এবং আইনি পথে শিশু অধিগ্রহণ করার জন্য যাবতীয় বিধি মেনেই ওঁরা শিশুটিকে গ্রহণ করেছেন। বীরভূমের জেলা শাসক বিধান রায় এ বিষয়ে জানান, “অ্যাডপ্টেশন আইনের ধারা মেনে আমরা এই দম্পতির যাবতীয় বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের হাতে এই দেবশিশুকে তুলে দিয়েছি। এইভাবেই বাংলা তথা ভারতের সঙ্গে ফুটবলের দেশের যোগাযোগ আরও নিবিড় হল।” -সংগৃহীত ছবি
আরও পড়ুন : NCP : অজিত পাওয়ারের দখলে এনসিপি
