Sasraya News

Friday, March 28, 2025

Aditya L1 : ফের কক্ষ পথ বদল করল আদিত্য

Listen

ফের কক্ষ পথ বদল করল আদিত্য

সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : ফের মকক্ষপথ বদল করল আদিত্য এল-১। এই নিয়ে দ্বিতীয়বার কক্ষপথ বদল আদিত্যর, এমনি জানানো হয় ইসরোর পক্ষ থেকে। মঙ্গলবার ভোর তিনটে নাগাদ ওই ট্যুইট করা হয় ইসরোর পক্ষ থেকে। ইসরোর বেঙ্গালুরু কার্যালয় থেকে সৌরযানটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। দ্বিতীয়বার কক্ষপথ বদলের ফলে আদিত্যর গতি আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে দাবি ইসরোর। এবং আরও তিনবার মোট পাঁচবার কক্ষপথ বদল করবে সৌরযানটি। সময় লাগবে এখনও অন্তত ১৫-১৬ দিন। তারপরই পৃথিবীর মধ্যাকর্ষণ বলয় থেকে বেরিয়ে যাবে সূর্যের নিকটস্থ ল্যাগেঞ্জ পয়েন্ট (সংক্ষেপে এল-১)-এ। পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে এল-১ পয়েন্ট থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে ইসরোর মহাকাশযান।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment