Sasraya News

Thursday, February 13, 2025

Adhir Chowdhury Lost in Loksabha Poll : ‘আমি হেরেছি… ‘: অধীর চৌধুরী

Listen

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : বহরমপুর ঘাসফুল ফুটল লোকসভা আসনে। পাঁচবারের সাংসদ অধীর চোধুরীকে হারিয়ে জয়ী তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান। এদিন নির্বাচন ফলাফল পরবর্তী এক প্রেস কনফারেন্সে অধীর চৌধুরী তাঁর পরাজয় নিয়ে বলেন, ‘ভোট ঠিকঠাক হয়েছিল। আমাদের চেষ্টার কোনও ত্রুটি ছিল না। কিন্তু এবার মানুষ মনে করেছে হারানো দরকার। তাই হারিয়েছে। কোনও অভিযোগ নেই আমার।’ তিনি আরও বলেন, ‘আমি হেরেছি মানে হেরেছি।’বহরমপুর লোকসভার বিদায়ী সাংসদ, তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী ইউসুফ পাঠান সম্পর্কে বলেন, ‘নতুন সাংসদ যাতে এখানে ভালভাবে কাজ করতে পারে, সেই পথ সুগম করে দেব। কোনও অজুহাত আমি দেব না।’ 

ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Loksabha Election 2024 Result : পশ্চিমবঙ্গে মমতা ম্যাজিক, জয় ২৯ আসনে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment