



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন অধীর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্যান-আধার বিনামূল্যে সংযুক্ত করানো ও সময়সীমা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন অধীর চৌধুরী। সম্প্রতি কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের নোটিফিকেশন জারি করেন, আগামী ৩১ মার্চ, ২০২৩ -এর ভেতর ১ হাজার টাকার বিনিময়ে প্যান-আধার সংযুক্তিকরণ করতে হবে অনলাইনের মাধ্যমে। অধীর চৌধুরী কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দপ্তরের ওই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গত সোমবার একটি চিঠি লেখেন। চিঠিতে জানান, ”দেশের বহু সাধারণ মানুষ এমন প্রান্তিক জায়গায় বাস করেন, যেখানে সহজে ইন্টারনেটের সংযোগ পাওয়া দুরূহ। তা ছাড়া, গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রেই প্যান ও আধারের সংযোগ করিয়ে দেওয়ার নামে এক শ্রেণির দালাল সাধারণ জনতার কাছ থেকে বেশি টাকা তুলছে বলে অভিযোগ আসছে।” তিনি প্রধানমন্ত্রীকে এও জানান, প্যান-আধার সংযুক্তকরণের সময়সীমা ৬ মাস বৃদ্ধি করা হোক। এবং বিধানসভার বিরোধী দল নেতা চিঠিতে উল্লেখ, ডাকঘর ও উপ-ডাকঘরের মাধ্যমে নিখরচায় ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেন।
