Sasraya News

Adhir Chowdhury : পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি অধীর চৌধুরীর 

Listen

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি অধীর চৌধুরীর 

সাশ্রয় নিউজ : প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররনঞ্জন চৌধুরী এবার দাবী তুললেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার জন্য। 

ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন করানোর দাবী জানিয়েছেন। গতকাল সাংবাদিক বৈঠক করে অধীর বলেন, ‘আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন রক্তাক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। শাসক দল বিরোধী দলে ভোট 

পড়তে দেবে না।’ প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের সাংসদের আরও বক্তব্য, ‘ভোট যদি গণতান্ত্রিক পদ্ধতিতে করাতে হয় তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে করাতে হবে।’ 

    রাজ্যে বিগত নির্বাচনগুলিতে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল একই সুর তুলেছিল। সুর চড়িয়েছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। এদিন সাংবাদিক বৈঠকে অধীর রাজ্য সরকারের দিকে তোপ দেকগেছেন। তিনি বলেন,’পুরভোটের সময় আমরা বলেছিলাম, রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এখানে পুলিশ ও মস্তান মিলেমিশে বাংলা লুট করছে। প্রতিদিন দূর্ণীতির গর্তে ঠেলে দিচ্ছে। সামনে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন সেটা রক্তাক্ত হওয়ার প্রবল সম্ভাবনা। এই বাংলায় যে ভোট হবে না, সেটা ধরে নিয়েই আমরা ভোটে অংশগ্রহণ করব।’ বহরমপুরের সাংসদ আরও বলেন বলে জানা যায়, ‘গতবার হাইকোর্টে গিয়েছিলাম। এবারও যাব।’ 

    সুত্রের খবর, অধীর চৌধুরীর সাংবাদিক বৈঠক রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read