



ভাইফোঁটার আনন্দে মাতা হল না ভাই বোনের
হুগলি : নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে মুচড়ে দিল কলকাতার দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি। হুগলি সুগন্ধার দিল্লি রোড়ের ওপর এই দুর্ঘটনা চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভাইফোঁটার সকালে বাইকে বাজার করতে বেরিয়েছিল ভাই বোন। একটি চারকা গাড়ি এসে বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর আহত হন বাইক আরোহীরা। জানা যায়, চারচাকা গাড়িটিতে তিনজন যাত্রী ছিল, তাঁরাও আহত হন। স্থানীয় মানুষজন ও পুলিশ আহতদের চুঁচুড়া হাসপাতালে ভর্তি করেছেন বলে খবর।
