Sasraya News

Wednesday, June 18, 2025

ABORTION : গর্ভপাতের অধিকার সবার, জানালো সুপ্রিম কোর্ট

Listen

গর্ভপাতের অধিকার সবার, জানালো সুপ্রিম কোর্ট

সাশ্রয় নিউজ : আজকে গর্ভপাত বিষয়ে যুগান্তকারী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। আদালত জানালো, গর্ভপাতের অধিকার সবার। ধর্ষণ কিংবা বৈবাহিক ধর্ষণ পরবর্তী পরিস্থিতিতে গর্ভপাত করাতে পারবেন মহিলারা। নিরাপদে গর্ভপাত করাতে পারবেন ভারতের সমস্ত নারীই। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানিয়েছে, ‘গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত বা অবিবাহিত বিভাজন তৈরি করা অসাংবিধানিক। অবিবাহিত মহিলারা ২০-২৪ সপ্তাহের ভেতর গর্ভপাত করাতে পারবেন বলে নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের।’ ‘মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সিআইন’ ২০২১ এর সংশোধন বিষয় তুলে ধরে সুপ্রিম কোর্ট।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment