Sasraya News

Abhishek Banerjee : শহীদ মিনারেই অভিষেক-এর সভা

Listen

শহীদ মিনারেই অভিষেক-এর সভা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : শহীদ মিনারেই ২৯ মার্চ সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থল পরিদর্শন করা হয় পুলিশের পক্ষ থেকে। সভা স্থল নিয়ে সাময়িক জটিলতা তৈরি হয়। শহীদ মিনারের পাশেই সরকারি কর্মচারীদের DA-এর দাবিতে ধর্না ও অনশন মঞ্চ। পুলিশের পক্ষ থেকে DA-এর দাবিতে আন্দোলন-অনশন রত সরিকারি কর্মচারীদের ওই দিন ধর্না বন্ধ রাখার কথা বলা হয় বলে আন্দোলনকারীরা জানান। তাঁরা এও জানান যে, তাঁরা ধর্না বন্ধ রাখবেন না। তাঁরা জানান, ‘আদালতের অনুমতি নিয়ে আন্দোলন করছেন।’ অন্যদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে উল্লেখ, ২৯ মার্চ শহীদ মিনারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছে।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read