



সাশ্রয় নিউজ ★ বজবজ : দক্ষিণ চব্বিশ জেলার চড়িয়াল ব্রীজ উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ, এদিন এক জনসভায়, এই দিনের গুরুত্ব তুলে ধরে বলেন, “১৮৯৭ সালে আক্লজকের দিনে স্বামী বিবেকানন্দের পায়ের ধূলো এই বজবজের মাটিতে পড়েছিল।” তাঁর কথায়, “৫৬ কোটি টাকা ব্যয় করে ব্রীজ তৈরি হল। পাঁচ দশকের দাবি পূরণ হল।” ডায়মন্ড হারবার মডেল প্রসঙ্গ শোনা যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কণ্ঠে। বজবজের সভা থেকে তিনি বলেন, ‘আমরা কেন বলি ডায়মন্ড হারবার মডেল। আমি সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর আমি বলেছিলাম, আমি আমার এক্তিয়ার অনুযায়ী, রাস্তা জল কলের সমস্যার সমাধান করব। আমার কাছে যে খবর এসেছে, আমি ব্যবস্থা করেছি।” তিনি আরও বলেন যে, “চড়িয়াল খালের পুনর্বাসনের যে সমস্যা হচ্ছিল, তখন অশোকদা অনেক বলেছিলেন, আমরা আজ চড়িয়াল সেতু উদ্বোধন করতে পেরেছি।” এদিন অভিষেক লক্ষ্মীর ভন্ডার, বয়স্ক ভাতা প্রসঙ্গ তুলে রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ তোলেন। সেইসঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন বলে উল্লেখ। -ফাইল ছবি
আরও খবর : Mamata Banerjee : কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
