



গিরিরাজের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া অভিষেকের
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের রাজ্যের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের কথা বলেন, তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তা-ই নয়, তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর গ্রেফতারীর দাবী জানান বলে উল্লেখ। সোমবার দিল্লিতে ধর্না মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিবিআই তদন্ত হলে আদালতের নজরদারিতে হোক। সবার আগে গিরিরাজ সিংহকে গ্রেফতার করা উচিত। কারণ যে ৩ শিশুর মৃত্যু হয়েছে, তার দায় গিরিরাজ সিংহর’। উল্লেখ্য, গতকাল দিল্লি পুলিশ রাজঘাট থেকে সরিয়ে দেয় ধর্নাকারী তৃণমূল কংগ্রেসের নেতা, সাংসদ, মন্ত্রীদের। সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
-ফাইল চিত্র
