



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : শনিবার লোকসভার শেষ দফার ভোট সম্পন্ন হয়। নিজের ভোট কেন্দ্র মিত্র ইনিস্টিটিউশনে ভোট দেন দেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ওই লোকসভা কেন্দ্র থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন অভিষেক। গতকাল নিজের ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড ইন কমান্ড সাংবাদিকদের বলেন, ‘গত পাঁঁচ বছরে মানুষ বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিতৃষ্ণা জন্মেছে মানুষের। এবার প্রত্যাখ্যানের ভোট হচ্ছে।” অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর কথায়, “শেষ ৬ দফায় ২৩ পার করে গেছি। আজ ৯ আসনেও আমরা আশাবাদী। এসব আসন পাব।” নাম না করে অভিষেক আরও বলেন যে, “দিন আনা দিন খাওয়া মানুষজন ৪ তারিখ এদের উচিৎ শিক্ষা দেবে।”
ছবি : সংগৃহীত
আরও খবর : Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা-৬
