



এক ঘন্টা পরে সিজিও কমপ্লেক্সে থেকে বেরুলেন অভিষেক
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকাল ১১ টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে (CGO Complex) প্রবেশ করেন। তার আগে থেকেই সল্টলেক সিজিও কমপ্লেক্সে চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থার বেষ্টনী লক্ষ্য করা যায়। সকাল ১১ টা নাগাদ অভিষেক সিজিও কমপ্লেক্সে পৌঁছন। সেখানে তিনি ১ ঘন্টা ছিলেন। ঠিক বেলা ১২ টা নাগাদ বেরিয়ে আসেন ডায়মন্ড হারবারের সাংসদ (MP Diamond Harbar) তিনি জানান, মাত্র ২ দিনের নোটিশে তাঁকে বেশ কিছু নথি জমা করতে বলা হয়। সেটা তিনি অন্যদের হাত দিয়েও জমা করতে পারতেন। কিন্তু না করে, নিজেই জমা দিয়ে গেলেন। উল্লেখ্য, ইডি অফিসারদের সঙ্গে কী কথা হয়েছে, তা অবশ্য জানাননি। প্রসঙ্গত, অতীতে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমাণ্ডকে ৮-৯ ঘন্টা ধরে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী (Central Investigation Agency) সংস্থার আধিকারিকরা (Officers)।
