Sasraya News

Wednesday, April 23, 2025

Abhisheek Banerjee : রেকর্ড ভোটে জিতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ দক্ষিণ চব্বিশ পরগণা : রেকর্ড ভোটে জিতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস ব্রিগেড সভা থেকে ওই কেন্দ্রে প্রার্থী হিসেবে  তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড ইন কমান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নাম ঘোষণা হতেই দেশ তথা রাজ্যের নজর ছিল ডায়মন্ড হারবারের দিকে। বিরোধীদের সমস্ত সমালোচনা নস্যাৎ করে ওই কেন্দ্র থেকে জিতে জয়ের হ্যাট্রিক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বিজেপির অভিজিৎ দাস বাপিকে ৭১০৯৩০ ভোটে পরাজিত করে জয়ের হাসি হাসেন। তাঁর জয়ে উজ্জীবিত কর্মীসমর্থকরা।

আরও খবর : Loksabha Election 2024 Result : দিলীপ ঘোষ পরাজিত, জয়ী কৃর্তি আজাদ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment