



সাশ্রয় নিউজ ডেস্ক ★ বারুইপুর : আইএসএফ ও বিজেপি আঁতাত প্রসঙ্গ নিয়ে এর আগেও বিস্তর রাজনৈতিক মহলে চর্চা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ে নির্বাচনী প্রচারে গিয়ে সেই প্রসঙ্গ শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর (Abhisheek Banerjee) কণ্ঠে। বৃহস্পতিবার একটি নির্বাচনী সভায় অভিষেক বলেন, “ধর্মের উসকানি দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভাঙড়ে আইএসএফ জিতেছিল বিধানসভা ভোটে। তারা মানুষের জন্য কোনও কাজ করেনি। বিগত ৩ বছর ধরে বিজেপির বি টিম হয়ে কাজ করেছে। এনআরসি-সিএএ যখন হয়েছে, তখন তিনি শুভেন্দুর পাশে দাঁড়িয়েছেন। তিনি মোদি, সুকান্ত বা শুভেন্দুর বিরুদ্ধে কিছু বলেন না। কারণ টিকিটা দিল্লিতে বাঁধা।” নাম না করে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেন, যখন দিল্লিতে আমাদের বিধায়করা আন্দোলন করছেন, তখন তিনি একটি চিঠিও লেখেননি রাজ্যের মানুষের পাওনা টাকা নিয়ে। বরং তিনি কখনও মোদি, অমিত শাহ আবার কখনও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন। মানুষের উন্নয়নের জন্য, ভাঙড়ের উন্নয়নের জন্য তিনি কোনওদিন কোনও কাজ করেননি।” এই সভা থেকে দক্ষিণ চব্বিশ পরগণা থেকে সকলের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের চারজন প্রার্থীকে জেতানোর আহ্বান করেন বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : OBC Certificate : হাইকোর্টের রায়ে বাতিল পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট
