Sasraya News

Abhijit Ganguly Join BJP : বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনেই স্পষ্ট করেছিলেন তিনি বিজেপিতে যোগ দেবেন। বৃহস্পতিবার দুপুরে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। যোগদান পর্বের পরে সংক্ষিপ্ত বক্তব্যে অভিজিৎ বাবু বলেন, ‘আজ আমি একেবারে নতুন জগতে পা দিলাম। এই সর্বভারতীয় দলে নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো নেতারা আছেন। রাজ্যে আছেন সুকান্ত দা,, শুভেন্দু অধিকারী। তাঁদের পরামর্শ আমার প্রতি মুহূর্তে কাজে লাগবে।’ তিনি আরও বলেন যে, ‘আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্ব আমাকে দল থেকে দেওয়া হোক, আমি পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। আজ আর বিশেষ কিছু বলার নেই।’ এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কৌস্তভ বাগচী, অগ্নিমতা পাল, লকেট চট্টোপাধ্যায়, সজল ঘোষ প্রমুখ। -সংগৃহীত  ছবি

আরও খবর : Election Commission : কড়া বার্তা রাজীব কুমারের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read