



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : জুনিয়র ডাক্তারদের লালবাজার অভি্যানকে কেন্দ্র করে উত্তপ্ত শহর কলকাতা। তারই মাঝে সোমবার তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay) ‘গো – ব্যাক’ স্লোগান দিল জুনিয়র ডাক্তাররা।
ঘটনার সুত্রপাত, আরজি কর কাণ্ডকে সামনে রেখে জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করে। মিছিল আটকাতে পুলিশ ব্যারিকেড তোলে রাস্তায়। এহেন ক্ষেত্রে, জুনিয়র ডাক্তারদের বক্তব্য কেন শান্তিপূর্ণ মিছিলে ব্যারিকেড তোলা হল! তাঁরা দাবী তোলেন, তাঁদের সকলকে লালবাজারে যেতে দিতে হবে। তাঁরা আন্দোলন অব্যাহত রাখে। সিপি বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখা করতে গেলে, তাঁরা ‘অভিজিৎ গাঙ্গুলি গো – ব্যাক’ স্লোগান দেয়। ঘটনা স্থল থেকে ফিরে যান প্রাক্তন আমলা তথা তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ।
আরও পড়ুন : Sandip Ghosh arrest By CBI : সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই
