Sasraya News

Saturday, February 15, 2025

AAP MLA : ইডির হাতে গ্রেফতার আপ বিধায়ক

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : গ্রেফতার আপ বিধায়ক। আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার আমআদমি পার্টির এক বিধায়ক। আমানতুল্লা খান খান নামে ওই বিধায়ককে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা গ্রেফতার করে। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই বিধায়ক গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে ছিলেন বলে উল্লেখ। তারপরই সেইদিনই তাঁকে ইডি আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার করে। সোমবার ভোরবেলা থেকে ওই বিধায়কের বাড়িতে ইডি কর্তারা অভিযান চালান বলে উল্লেখ।

ছবি : প্রতীকী 

আরও খবর : Midnapore Medical College and Hospital : সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment