



সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : গ্রেফতার আপ বিধায়ক। আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার আমআদমি পার্টির এক বিধায়ক। আমানতুল্লা খান খান নামে ওই বিধায়ককে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা গ্রেফতার করে। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই বিধায়ক গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে ছিলেন বলে উল্লেখ। তারপরই সেইদিনই তাঁকে ইডি আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার করে। সোমবার ভোরবেলা থেকে ওই বিধায়কের বাড়িতে ইডি কর্তারা অভিযান চালান বলে উল্লেখ।
ছবি : প্রতীকী
