পার্বতী কাশ্যপ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan) আবারও আলোচনার কেন্দ্রে। এক সময় অভিনেত্রী ফাতিমা সানা শেখের (Fatima Sana Shaikh) সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জনে সরগরম ছিল বি-টাউন। তাঁদের সম্পর্ক নিয়ে কত কথাই না ঘুরে বেড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমিরের বাড়িতে নিয়মিত আসা-যাওয়া, পার্টি থেকে পারিবারিক অনুষ্ঠান, সবেতেই দেখা যেত ফাতিমাকে। শুধু তা-ই নয়, একাধিক সূত্র জানিয়েছিল, শুটিংয়ের ফাঁকে ফাঁকেও নাকি অভিনেতা সময় কাটাতেন ফাতিমার সঙ্গে। কিন্তু এখন মনে হচ্ছে, সেই সমস্ত স্মৃতি যেন কোথাও মিলিয়ে গিয়েছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমিরকে প্রশ্ন করা হয় বলিউডে বয়সের ফারাক থাকা প্রেম নিয়ে।সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘‘নায়করা যখন বয়সে ছোট নায়িকাদের সঙ্গে প্রেম করেন, তখন সেটাকে বলা হয় ‘ম্যাজিক’। কিন্তু উল্টোটা ঘটলে সেটাকে বলা হয় ‘সাহসী সিদ্ধান্ত’। কেন এমন বৈষম্য?’’ প্রশ্ন শুনে আমির খান প্রথমে হেসে ফেলেন। তারপর বলেন, “আমি বয়সে ছোট কোনও অভিনেত্রীর সঙ্গে কাজ করিনি। অন্তত আমার মনে পড়ছে না।” আমির খান এই এক বাক্যেই শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনদের মতে, আমিরের এই উত্তর যেন ইতিহাস ভুলে যাওয়ার সামিল। কেউ লিখেছেন, “স্মৃতিভ্রম হয়েছে নাকি?” আবার কেউ সরাসরি লিখেছেন, “ফাতিমা সানা শেখের নাম কি আমিরের স্মৃতি থেকে মুছে গেল?”
তথ্য বলছে, আমির তাঁর ফিল্ম কেরিয়ারে বহু তরুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) -এর সঙ্গে তাঁর একাধিক ছবিতে রসায়ন নিয়ে দর্শকরা প্রশংসা করেছেন। কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল ফাতিমা সনা শেখের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। দু’জনের বয়সের ফারাক প্রায় ৩০ বছর। ২০১৬ সালে মুক্তি পাওয়া দঙ্গল (Dangal) ছবিতে আমিরের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ফাতিমা। সেই ছবির পর থেকেই শুরু হয় তাঁদের সম্পর্কের গুঞ্জন।একাধিক বার ফাতিমা এবং আমিরকে একসঙ্গে দেখা গিয়েছে মুম্বই (Mumbai) -এর বিভিন্ন জায়গায়। এমনকী আমিরের পরিবারিক অনুষ্ঠানে ফাতিমার উপস্থিতি নজর কেড়েছিল বলিউড মহলে। অনেকেই মনে করেছিলেন, ফাতিমা হয়ত আমিরের জীবনে বিশেষ জায়গা করে নিচ্ছেন। কিন্তু পরে শোনা যায়, তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

বর্তমানে আমিরের জীবনে এসেছেন গৌরী স্প্র্যাট (Gauri Sphrat)। শোনা যায়, আমির ও গৌরীর সম্পর্ক বেশ মজবুত জায়গায় পৌঁছেছে। তাঁদের একসঙ্গে বিদেশ ভ্রমণ, অনুষ্ঠান উপস্থিতি সবই বলে দেয় নতুন অধ্যায়ের কথা। আর সেই কারণেই অনেকের ধারণা, নতুন প্রেমে পড়ে পুরনো সম্পর্ক যেন ভুলে গিয়েছেন অভিনেতা। তবে অনেকে মনে করছেন, আমিরের “মনে পড়ছে না” মন্তব্যটি হয়ত ইচ্ছাকৃত।
হয়ত তিনি অতীতের বিতর্ককে নতুন করে জাগাতে চাননি। কারণ, ফাতিমা-আমির সম্পর্ক নিয়ে অতীতে যতটা জল্পনা হয়েছিল, তাতে অভিনেতার ব্যক্তিগত জীবনও প্রচণ্ড আলোচনার কেন্দ্রে চলে এসেছিল। তাই এবার তিনি হয়ত সচেতনভাবেই এমন উত্তর দিয়েছেন।

এক বলিউড বিশ্লেষক জানিয়েছেন, “আমির খান সব সময়ই সংবেদনশীল মানুষ। তিনি জানেন কী বলতে হবে, কীভাবে বলতে হবে। কিন্তু এই মন্তব্য তাঁর ভাবমূর্তিতে নতুন করে আলো ফেলেছে। মানুষ এখন তাঁর চরিত্র বিশ্লেষণ করতে ব্যস্ত।” অন্যদিকে, ফাতিমা সানা শেখ এই বিতর্কে সম্পূর্ণ নীরব। তিনি বর্তমানে নতুন কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়াতেও কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। তবে তাঁর পুরনো পোস্টগুলো ঘেঁটে অনেকেই বলছেন, ফাতিমা নাকি পরোক্ষভাবে কিছু বার্তা দিয়েছেন, যেখানে অতীতের ‘একটি সম্পর্কের’ ইঙ্গিত মেলে। তবে বলিউডে এখন চর্চা, আমিরের স্মৃতিভ্রম নাকি কৌশল? তিনি কি সত্যিই ভুলে গিয়েছেন, নাকি ইচ্ছে করেই অতীতকে অস্বীকার করছেন? যা-ই হোক না কেন, এই মন্তব্যে আবারও প্রমাণ হল, আমির খান যাই বলেন, তা এক মুহূর্তেই শিরোনামে চলে আসে।ভক্তরা এখন অপেক্ষায়, আমির নিজেই কবে মুখ খুলবেন ফাতিমাকে ‘না চিনতে পারা’র প্রসঙ্গে। কারণ, মিস্টার পারফেকশনিস্টের জীবনে ভুল বা ‘ভুলে যাওয়া’-এ দু’টিই যেন মানায় না।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Aamir Khan girlfriend Gauri Spratt | গৌরীর বিরক্তি: আমির খানের প্রেমিকার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের অভিযোগ




