



সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা সম্পন্ন হয়েছে ক’য়েক দিন আগেই। তারপরই মঙ্গলবার আম আদমি পার্টি (Aam Admi Party) আসন্ন লোকসভা ভোট পার্থী ঘোষণা করল দিল্লি ও হরিয়ানায়। হরিয়ানায় ১ টি আসন ও দিল্লিতে ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে অরবিন্দ কেজরীওয়াল-এর দল। আম আদমি পার্টি সারা দেশে ২৯ টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নেয় বলে উল্লেখ। দিল্লির মন্ত্রী গোপাল রাই মঙ্গলবার প্রার্থী ঘোষণা করেন। গুজরাটে একটি আসনে ও পাঞ্জাবের সবক’টি আসনে, মোট ২৯ আসনে লড়বে আপ, এমনি জানান আপ নেতা সন্দীপ পাঠক। বিশেষ সূত্রের এও খবর যে , ইন্ডিয়া জোটের (INDIA) ক’য়েকটি আসনেও লড়তে পারে কেজওয়ালের দল। -সংগৃহীত চিত্র
আরও খবর : Road Incident : বাইক দূর্ঘটনায় প্রাণ গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর
