



সাশ্রয় নিউজ ★ ঠাকুর নগর, উত্তর চব্বিশ পরগণা : আধার ইস্যুতে বড় ঘোষণা মতুয়া মহাসঙ্ঘের। জেলায় জেলায় আধার সমস্যা ও আধার বাতিলের (Aadhar Card Cancel) অভিযোগ তুললেন মতুয়া মহাসঙ্ঘের সভাপতি মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur) তিনি আধার সমস্যার সমাধান না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন। কেবল তা-ই নয়, তাঁর অভিযোগ, আধার কার্ড যাদের বাতিল হয়েছে, তার ৫০ থেকে ৬৯% মতুয়া সম্প্রদায়ের। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গাতেই সাধারণ জনগণের কাছে আধার নিষ্ক্রিয় হয়েছে বলে চিঠি যায় বলে উল্লেখ। আধার ইস্যুতে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি এই সমস্যার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, “তফশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন। সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে। তাঁদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে। নমঃশূদ্রদের করা হচ্ছে। এবং গরিব মানুষ, ক্ষেতমজদুর, খেটে খাওয়া মানুষ। প্রত্যেকটা জেলায় করা হয়েছে। অথচ রাজ্য সরকার কিছু জানে না। জেলা প্রশাসন কিছু জানে না। গায়ের জোরে, লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের, জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে, জমিদাররাও আগে এই ধরনের আচরণ করত না। এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে। যাকে ইচ্ছে তাঁর কার্ড কেটে নেওয়া হচ্ছে। ”অন্যদিকে, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সভাপতি মমতাবালা ঠাকুর কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর কথায়, “যাঁদের আধার কার্ড বাতিল করা হচ্ছে তার মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশই মতুয়া সম্প্রদায়ের। কেন্দ্র ঘুড়িয়ে ডিজিটাল NRC করে দিল। মতুয়াদের গোলামে পরিণত করতে চাইছে। আগামী দিনে অঞ্চল এবং ব্লকে ব্লকে আন্দোলন হবে। তারপরও সমস্যার সমাধান না হলে ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসব।” ছবি : সংগৃহীত
আরও খবর : PM Narendra Modi : ৭ মার্চ বারাসতে জনসভা করবেন প্রধানমন্ত্রী, জানালেন বিজেপি রাজ্য সভাপতি
