Sasraya News

Saturday, February 8, 2025

A Poem By Shilpa Dutta : কবি শিল্পা দত্ত এর কবিতা ‘ঢেউ ‘

Listen

শিল্পা দত্ত

ঢেউ 

 

ঢেউ খেলা করে পাড়ের সিঁড়িতে
ঢেউ খেলা করে জলে,
ঢেউ খেলা করে মনের গভীরে
ঢেউ খেলা করে ছলে।

ঢেউ খেলা করে ছোট্টো কুমারীর;
পদ্ম কোমল চুলে,
ঢেউ খেলা করে রাজকুমারীর;
যুদ্ধ জেতার চালে।

ঢেউ খেলা করে কামনা বাসনার;
সুপ্ত সুক্ষ্ম স্রোতে,
ঢেউ খেলা করে হিমালয় জয়ীর;
সাদা শুভ্র বুকে।

ঢেউ খেলা করে প্রতিটি প্রাণীর
নিখুঁত কালো চোখে,
ঢেউ খেলা করে গাঙ্গত্রী থেকে;
পুরো বিশ্বলোকে

ঢেউ খেলা করে যেখানেই তুমি;
তাকিয়ে দেখবে তাকে ,
ঢেউ খেলা করে সর্বপরি;
সবার উজ্জ্বল মুখে।

 

 

আরও পড়ুন : Sasraya News, 21 February : সাশ্রয় নিউজ একুশে ফেব্রুয়ারি কবিতা সংখ্যা

 

অলঙ্করণ :প্রীতি দেব ও আন্তর্জালিক 

 

🦋সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণ কাহিনী… ই-মেল : sasrayanews@gmail.com 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment