



সমিত মণ্ডল
উড়েছিল পাখি
বিছানো কুয়াশা চাদর
হলুদ সর্ষে খেতে
ছেড়েছে গন্ধ
নতুন ডাল, বড়ি
পাশাপাশি কথা বলে
দু-চারটে মৃদুভাষী বাড়ি
বসো পাশে
এই শীত সন্ধ্যের গ্রামে
হৃদি ভাসাই, আলো জ্বালি
কেন যে সেদিন
উড়েছিল পাখি, আকাশে…
ঝুঁকে পড়ি প্রাচীন বট,
নিজের ছায়ার পাশে…।
লেখা পাঠান 👉 স্থানীয় সংবাদ, স্বরচিত গল্প, স্বরচিত কবিতা, স্বরচিত প্রবন্ধ, স্বরচিত ভ্রমণ, স্বরচিত উপন্যাস। e-mail id : sasrayanews@gmail.com
