Sasraya News

Wednesday, June 18, 2025

A Poem By Sahida Laskar : সাহিদা লস্কর-এর একটি কবিতা

Listen

খুব ছোটবেলা থেকে গল্প, কবিতা, ছড়া, উপন্যাস লেখেন সাহিদা লস্কর। বিভিন্ন সাময়িকপত্রে প্রকাশিত হয়েছে তাঁর লেখা। লেখেন গান। আবৃত্তি তাঁর অন্যতম ভালবাসার জায়গা। সাশ্রয় নিউজ-এর এই সংখ্যায় রইল তাঁর একটি কবিতা। 

 

সাহিদা লস্কর-এর কবিতা 

বিষাদ জীবন

ঘরের আনাচে কানাচে,
বাগানের স‍্যাঁতসেঁতে কোণায়
শীত ঘুমে আচ্ছন্ন ব‍্যাঙেদের দেখলেই
আমি তাদের জাগিয়ে দিয়ে
জোর করে এক স্থান থেকে অন‍্য স্থানে সরিয়ে দিয়ে বিরক্তি করে বেশ মজা প‍েতাম।

কিন্তু এখন আর সেটা করি না
এখন আর শীত ঘুমে আচ্ছন্ন ব‍্যাঙেদের
বিরক্তি করার জন‍্য খুঁজি না।
“শীতকাল কবে আসবে সুপর্ণা?
আমি তিনমাস ঘুমিয়ে থাকব ”
-ভাস্কর চক্রবর্তীর কবিতার এই লাইনটাই
আমাকে অদ্ভূত এক ব‍্যথা অনুভব করায়।
মনে হয়, এই একটা লাইনের মধ‍্যেই জমানো আছে
দীর্ঘ সহস্র-কোটি বছরের দুঃখ, যন্ত্রণা!
তাই সেই যন্ত্রণাকে উপেক্ষা করতেই
কবি তিনমাস ঘুমিয়ে থাকতে চান।
আমি কাকে জিজ্ঞেস করব ‘শীতকাল কবে আসবে’…?
আমি যে কল্পনাতেও কাউকে খুঁজে পাইনা!
যাকে বলব তিনমাস নয়
আমি বারোমাস ঘুমিয়ে থাকতে চাই!

 

অলঙ্করণ : প্রীতি দেব 

 

লেখা পাঠান 👉 স্থানীয় সংবাদ, স্বরচিত গল্প, স্বরচিত কবিতা, স্বরচিত প্রবন্ধ, স্বরচিত ভ্রমণ, স্বরচিত উপন্যাস। e-mail id : sasrayanews@gmail.com

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment