



পূজা নস্কর
কাব্য মালার ক্যানভাস
পাখি ফিরে গেল তার নিজের ঠিকানায় অবহেলার তীরবিদ্ধ হয়ে,
অল্পদিনেই চুকিয়েছো জীবনের হিসেব।
জীবনের ধারা পূর্ণ করে তুমি হাঁটলে অস্তাচলে,
দিয়ে গেলে এক আঁচল স্মৃতি।
স্মৃতির মালার প্রতিটা রত্নকে নাম দিয়েছি যত্ন করে,
কোনোটা ঝরা পাতা আবার কোনোটা জীবনের উপাখ্যান,
অভিধানের কৈরব কে রেখেছি প্রতিটি রত্নের চিবুকে।
প্রচ্ছদে মুখ ভাসে তোমার মুখোচ্ছবি
আমার অমলিন ক্যানভাসে।
অলঙ্করণ : প্রীতি দেব ও আন্তর্জালিক
🦋সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণ কাহিনী… ই-মেল : sasrayanews@gmail.com
আরও পড়ুন : Sasraya News, 21 February : সাশ্রয় নিউজ একুশে ফেব্রুয়ারি কবিতা সংখ্যা
