Sasraya News

A poem by Poet Shuvro Chatterjee : কবি শুভ্র চ্যাটার্জী-এর একটি কবিতা

Listen

শুভ্র চ্যাটার্জী-নতুন প্রজন্মের কবি। নিজস্ব দৃষ্টিকোণ থেকে কবিতা লেখেন। সময়ের ছাপ যেমন এই কবির কবিতাতে পাওয়া যায়। তেমনি কবিতার অন্তর্নিহিত রস পাঠক ওঁর কবিতা থেকে আস্বাদন করতে পারেন। তাই পাঠকদের এই কবির প্রতি প্রত্যাশা অনেক অনেক। 

শুভ্র চ্যাটার্জী-এর কবিতা

নিষিদ্ধ প্রেম

তোমার ভবনে বসন্ত আজ
গাছে কৃষ্ণচূড়া লাল
আমার গৃহে শীতের হাওয়া
পাতা ঝরার কাল

তোমার ভবনে টাটকা গোলাপ
ব্যালকুনিতে শোভা পায়
আমার গৃহে শুকনো গোলাপ
আজও ডায়েরির পাতায়

তোমার ভবনে নতুন ঘটনা
ছবিতে ভর্তি দেওয়াল
আমার গৃহে আজও আবেগ
পুরনো স্মৃতির খেয়া

তোমার ভবনে কাটছে আজও
উল্লাসিত বৈকাল
আমার জীবনে নিষিদ্ধ প্রেম
চিরদিন চিরকাল।

অলঙ্করণ : প্রীতি দেব 

 

লেখা পাঠান 👉 স্থানীয় সংবাদ, স্বরচিত গল্প, স্বরচিত কবিতা, স্বরচিত প্রবন্ধ, স্বরচিত ভ্রমণ, স্বরচিত উপন্যাস। e-mail id : sasrayanews@gmail.com

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read