Sasraya News

Thursday, June 19, 2025

A poem by Mita Noor : মিতা নূর-এর একটি কবিতা

Listen

মিতা নূর 

একা 

কখনও কখনও বিষ বিষন্নতায় ছেয়ে যায় মন,
কেন আমি আজ ছন্নছাড়া,
মন নামের অন্ধকার ছোট্ট ঘরটায়
কেন আমি একা? কেন সর্বহারা?

চারিপাশটা অন্ধকার মেঘে ঢেকে যায়,
এক অজানা অভিমানে!
একা একা পথ চেয়ে থাকা দিনভর, কেউ হয়ত
একমুঠো আলো নিয়ে আসবে, তারই জন্য, কত অপেক্ষা,
কতই না প্রতীক্ষা, ক্ষণে ক্ষণে…

জীবনটাও মনে হচ্ছে ফুরিয়ে যাওয়া নষ্ট ক্যালেন্ডারের শেষ পাতা,
দিন ফুরোয়, মাস ফুরোয়, বছরটাও দুঃখে
নতুন বছরের আগমনে ভুলে যায় সবাই!
কত’শত লাল কালির চিহ্ন, ক্যালেন্ডারের বুকে।

খুব ইচ্ছে করে কিছুটা সময় ফেরত পেতে,
ইচ্ছে করে বাঁধন ছেঁড়া সম্পর্কগুলো, পুরনো সুতোয়,
আবার নতুন করে বেঁধে দিতে।
প্রতিনিয়ত ভাঙছি নিজেকে, তবু পারি না,
চেয়ে ছিলাম বহুবার খুব কঠিনভাবে, মুখ ফেরাতে।

পারিনি, সত্যিই পারিনি, আমিও যে মানুষ,
যে ঘরে যখনই থেকেছি
ঘরের আসবাবপত্র থেকে মানুষ গুলোকে,
আমি বুকের পাঁজর করে রেখেছি।
এটাই হয়ত আমার সবচেয়ে বড় ভুল ছিল,
অমানুষের ভিড়ে আমি মানুষ চিনতে পারিনি!
ক্ষত-বিক্ষত হয়েছি, খুব গোপনে একাকী কেঁদেছি।

জীবনের কাছে চেয়েছি, কিন্তু  আমি পাইনি,
নির্ভরতার সেই  হাত, মাথা রাখার মতো কাঁধ,
খুব ব্যথিত মনে, জড়িয়ে রাখার মতো বুক!
ভাগ্যে মোটেও জোটেনি।
আজ সময়ের স্রোতে পাল তুলে, এক দীর্ঘশ্বাসে,
নিজেকে ঠেলে নিয়ে যাচ্ছি
তবুও আমি কাউকে, আজও কিচ্ছু বলিনি।

 

লেখা পাঠান 👉 স্থানীয় সংবাদ, স্বরচিত গল্প, স্বরচিত কবিতা, স্বরচিত প্রবন্ধ, স্বরচিত ভ্রমণ, স্বরচিত উপন্যাস। e-mail id : sasrayanews@gmail.com

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment