



এই সময় সামনে থেকে যাঁরা কবিতা লেখেন কবি আমিনা তাবাসসুম ওঁদের ভেতর অন্যতম। কবিতার ভেতরে তলিয়ে গিয়ে কবিতার আদ্যোপান্ত নিরীক্ষণ ওঁর কবিতার বৈশিষ্ট্য। ‘দু-মুঠো চুমুর দিব্যি’ কবির প্রকাশিত কাব্যগ্রন্থ। সম্পাদনা করেন ‘আসা’ নামে একটি সাহিত্য পত্রিকা। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল কবির কবিতা।
আমিনা তাবাসসুম-এর কবিতা
আদর মোদক
সময়ের ওপর কোনও মখমলের প্রলেপ নয়
একটা নরম সুগন্ধি
অনেক দূরের পাহাড় ও নদী পেরিয়ে
ছুটে আসে তোমার দু’বাহুর আলিঙ্গনে
আলো ও ছায়ার মধ্যিখানে দাঁড়িয়ে
তুমি ও আমাদের ভবিষ্যৎ
জানি কোথাও নেই স্থায়ী ঠিকানা
তবু সে অন্তহীন, অফুরন্ত আদর মোদক
অঙ্কন : প্রীতি দেব
লেখা পাঠান 👉 স্থানীয় সংবাদ, স্বরচিত গল্প, স্বরচিত কবিতা, স্বরচিত প্রবন্ধ, স্বরচিত ভ্রমণ, স্বরচিত উপন্যাস। e-mail id : sasrayanews@gmail.com
