Sasraya News

Thursday, February 13, 2025

71st Miss World : বেনারসি পরে মিস ওয়ার্ল্ড র‍্যাম্প কাঁপালেন সিনি

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : এবার মিস ওয়ার্ল্ড-২০২৪ (Miss World 2024)  এর আয়োজক দেশ ভারত। মিস ওয়ার্ল্ড-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটলেন সিনি শেট্টি (Sini Shettyy)। উদ্বোধনী অনুষ্ঠানে সিনি বলেন, ‘আমি সিনি শেট্টি, আমি গর্বের সঙ্গে আমার দেশ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছি। যে দেশ গোটা বিশ্বকে ভালোবাসা, মূল্যবোধ, শান্তি ও সসম্প্রীতি শিখিয়েছে।”

মিস ওয়ার্ল্ড ২০২৪ উদ্বোধনী মঞ্চে সিনি শেট্টি। ছবি : সংগৃহীত

 

এদিন সিনি পরেছিলেন লাল বেনারসি ও সঙ্গে ম্যাচিং নীল ব্লাউজ। মুগ্ধ নেটাগরিকরা। নিজের পোশাক সম্পর্কে সিনি জানান, “এই কালজয়ী পোশাকে লাবণ্য, মর্যাদা এবং নারীত্বের নির্যাস মূর্ত হয়ে রয়েছে। এই উত্তরাধিকারে পা রেখে, জয়ন্তী রেড্ডির (Jayanti Reddy) এই বেনারসি সিল্ক শাড়িতে নিজেকে মেলা ধরতে পেরে আমি রোমাঞ্চিত।” সিনি যে বেনারসিটি পরেন, সেটার ডিজাইনার জয়ন্তী রেড্ডি। শাড়িটির দাম ২ লক্ষ ২৫ হাজার ৯০০ টাকা।

মিস ফেমিনা ইন্ডিয়া ২০২২ (Miss Fenina 2022)  জিতেছিলেন সিনি। এবার মিস ওয়ার্ল্ড ২০২৪-এ দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। প্রায় দু’দশক পরে এবার দিল্লিতে বসেছে মিস ওয়ার্ল্ড ২০২৪-এর আসর। গত মঙ্গলবার দ্য অশোকা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠান হয়। ৯ মার্চ মুম্বাইয়ে পরানো হবে মিস ওয়ার্ল্ড -২০২৪ এর মুকুট। অংশগ্রহণকারী ১১৫ দেশের প্রতিযোগীদের ভেতর একজনের মাথায় সেরার শিরোপা উঠবে। ৯ মার্চ মুম্বাইয়ে জিও কনভেনশন ওয়ার্ল্ড সেন্টারে গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত 

আরও খবর : Uzbekistan : উজবেকিস্তানে তুষার ঝড়, প্রাণ গেল বাংলার পরিযায়ী শ্রমিকের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment