Sasraya News

5G launched in India : ভারতে শুরু হল 5G

Listen

ভারতে শুরু হল 5G

সাশ্রয় নিউজ : আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে 5G পরিষেবা উদ্বোধন করলেন। সুতরাং আজকে থেক বহু প্রতীক্ষিত জেনারেশন 5 -এর মোবাইল ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবেন ভারতের আমজনতা। প্রাথমিক পর্যায়ে ভারতের হাতে গোনা কিছু শহরেই পাওয়া যাবে 5G পরিষেবা। সম্পূর্ণ তালিকা প্রকাশ না হলেও ‘ডিওটি’-র বক্তব্য ছিল, প্রাথমিক পর্যায়ে মুম্বাই, কলকাতা দিল্লি ইত্যাদি শহরগুলির মানুষ 5G পরিষেবা পাবেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read