Sasraya News

5 G : এয়ারটেল-এর ৫জি পরিষেবা 

Listen

এয়ারটেল-এর ৫জি পরিষেবা 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : টেলি যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে টেলিযোগাযোগ মন্ত্রক বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে পদক্ষেপ গ্রহন করে। ইতিমধ্যে দেশের বিভিন্ন শহরে ৫ জি পরিষেবা চালু হয়। সম্প্রতি ভারতের ৫০০ টি শহরে এয়ারটেল ৫ জি পরিষেবা শুরু করে। সেই কাজ চলতি বছরের অক্টোবর নাগাদ নাগাদ শেষ হবে বলে সংস্থার পক্ষে জানানো হয়। এয়ারটেল-এর সিটিও রণদীপ সেখন একটি সাংবাদিক সম্মেলনে জানান, ‘দেশে ৫জি গ্রহণের দ্রুত গতি দেখে আমরা আনন্দিত। ২০২৩ সালের অক্টোবরে এয়ারটেলই প্রথম ৫জি পরিষেবা অফার করেছিল। এর মধ্যেই দেশে ৫জি চালু হওয়ায় আমরা খুশি। ‘

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read