



দর্পণা গঙ্গোপাধ্যায়
আমার ভাষা
শাপলা শালুক পদ্ম পুকুর
নতুন বউ-এর পায়ের নূপুর।
মাঠের পারে রঙের আগুন
বাংলা ভাষার আজ ফাগুন।
দুই বাংলার একই পলাশ
রাঙিয়ে রঙে দিচ্ছে আকাশ।
রবীন্দ্রগান ভরছে বাতাস
জোয়ার ভাটায় বারোমাস।
কলকাতা যে বিশ্ব বাজার
নানা ভাষার লোক হাজার।
বাংলা মাকে থোড়াই কেয়ার
বাংলা ভাষার নেই চেয়ার।
মাতৃভাষায় তুলি ভেজাও,
স্বপ্ন তুলিতে স্নেহ মাখাও।
এপার বাংলার ঘুম ভাঙাও,
বাংলা ভাষায় শিক্ষা দাও।
ছবি : আন্তর্জালিক
আরও পড়ুন : 21 February : বাংলা জুড়ে পালিত একুশে ফেব্রুয়ারি
🪔 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণ কাহিনী। ই-মেল : sasrayanews@gmail.com
