



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আগামী ২৬ ফেব্রুয়ারি, ১৩ ফাল্গুন ১৪৩১ বুধবার।
মহা শিবরাত্রি (2025 Maha Shivratri) চতুর্দশী শুরু = ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (১৩ ই ফাল্গুন ১৪৩১) সকাল ১১:০৮ মিনিট।
মহা শিবরাত্রি চতুর্দশী শেষ = ২৭ ফেব্রুয়ারি (১৪ ই ফাল্গুন ১৪৩১) সকাল ০৮:৫৪ মিনিট।
সূর্য্যস্তের সময় :- ৫টা ৩৪ মিনিট ;
পরদিন সূর্যোদয় :- ৬টা ০৩ মিনিট।
মোট রাত্রি ১২ঘন্টা ২৯ মিনিট।
যার প্রতি প্রহর ৩ঘন্টা ০৭মিনিট করে।
শিবরাত্রি পূজা শুরুঃ
১ম প্রহর- সন্ধ্যা ৫:৩৪ থেকে ৮:৪১ মিনিট
২য় প্রহর- রাত ৮:৪১ থেকে ১১:৪৮
৩য় প্রহর- রাত ১১:৪৮ টা থেকে ২:৫৫
৪র্থ প্রহর- রাত ২:৫৫ টা থেকে ৬:০৩ (সূর্যোদয়)
অর্ঘ্য নিবেদনের মন্ত্রঃ
প্রথম প্রহর
ওঁ শিবরাত্রিরতং দেব পূজাজপপরায়ণঃ
করোমি বিধিবদ্দত্তং গৃহাণার্থং মহেশ্বর।।
ওঁ নমঃ শিবায় এযোহর্ঘ্যঃ শিবায় নমঃ।
দ্বিতীয় প্রহর
ওঁ নমঃ শিবায় শান্তায় সর্বপাপহরায় চ।
শিবরাত্রৌ দদাম্যর্থং প্রসীদ উমরা সহ ।।
ওঁ নমঃ শিবায় এষোহর্ঘ্যঃ শিবায় নমঃ ।
তৃতীয় প্রহর
ওঁ দুঃখদারিদ্রশোকেন দগ্ধোহহং পাৰ্ব্বতীপ্রিয়।
শিবরাত্রৌ দদাম্যঘাম্ উমাকান্ত প্রসীদ মে।।
ওঁ নমঃ শিবায় এষোহর্ঘ্যঃ শিবায় নমঃ ।
চতুর্থ প্রহর
ওঁ ময়া কৃতান্যনেকানি পাপানি হর শঙ্কর।
শিবরাত্রৌ দদাম্যর্থ্যম্ উমাকান্ত গৃহাণ মে। ।
ওঁ নমঃ শিবায় এযোহর্ঘ্যঃ শিবায় নমঃ।
তারপর স্নানঃ
মন্ত্র ও উপকরণঃ
১ম প্রহর- ওঁ হৌঁ ঈশানায় নমঃ – প্রথমে দুধ
২য় প্রহর- ওঁ হৌঁ অঘোরায় নমঃ- দধি
৩য় প্রহর- ওঁ হৌঁ বামদেবায় নমঃ- ঘৃত
৪র্থ প্রহর – ওঁ হৌঁ সদ্যোজাতায় নমঃ – মধু
ছবি : সংগৃহীত
