



সাশ্রয় নিউজ ★ আগরতলা : যথাযোগ্য মর্যাদায় উনিশে মে পালন করল বাংলা আকাদেমি আগরতলা। গতকাল বিকাল ৩ টায় আগরতলা ভোলাগিরি আশ্রমে বৃষ্টি মুখর পরিবেশে আলোচনা ও কবিতা পাঠের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে ১৯ মে দিবসটি নিয়ে আলোকপাত করেন বাংলা আকাদেমি আগরতলা সভাপতি ভাস্কর রায় বর্মন, ড. দেবারতি দে, বিশিষ্ট লেখক ও সাংবাদিক সুজিত চক্রবর্তী, সঞ্জিব দেব, অধ্যাপিকা খেলন দাস হালদার, ড. মলয় দেব, অধ্যাপিকা অর্পিতা আচার্য। এছাড়াও অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি দেবাশ্রিতা চৌধুরী, ভার্গব অধিকারী, কবি রাজেশ চন্দ্র দেবনাথ, নানু রঞ্জন ভৌমিক, ছোট শিশু দেবপ্রভ দেব সহ আরও অনেকে। ছবি : দেবপ্রভ দেব
আরও পড়ুন : IPL 2024 : ক্ষোভ প্রাক্তন ইংরেজ অধিনায়কের
