



সাশ্রয় নিউজ ডেস্ক ★ পাটনা : তীব্র গরমে মাত্র ২ ঘন্টায় প্রাণ গেল ১৬ জনের (16 Dead Within 2 Hours Due To Heat Stroke After severe Heatwave Grips Bihar)। চিকিৎসকরা সমস্ত চেষ্টা করেও ব্যর্থ হন বলে উল্লেখ। বিহারের ঔরাঙ্গাবাদ ডিস্ট্রিক্ট হাসপাতালে এই ঘটনা ঘটে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, ওই হাসপাতে গরম ও তাপপ্রবাহে অসুস্থ হয়ে ভর্তি আরও ৩৫ জন। তাঁদের চিকিৎসা চলছে। সূত্রের খবর যে, অতিরিক্ত তাপপ্রবাহের ফলে ওই ১৬ জনের অসুস্থ হয়ে মৃত্যু হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার বিহারে তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছিল। অন্যদিকে, বুধবার ঔরাঙ্গাবাদ জেলায় ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বলে উল্লেখ। জুন মাসের ৮ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ বিহার সরকারের।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন :
