



Howrah Rs Recovery : 134 কোটির হদিস হাওড়ায়
সাশ্রয় নিউজ : কলকাতা : আবারও 134 কোটি টাকার হোদিস বাংলায়। কিছুদিন আগের থেকে বাংলায় টাকার সংবাদ এখন বিনোদন মুখ হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে বাংলায় কত টাকা ? খবরের পাতায় পাতায় চেয়ে চেয়ে চাতক হয়ে যায় বাংলার বেকার তরুণ যুবক যুবতি। তাদের কথায় – পাইনা ন্যায্য চাকুরী, ব্যবসার জন্য মেলে না ব্যাংকে ঋণ। পাইনা কারোরর কাছে ধার। নিজের পায়ে দাঁড়িয়ে মাবাবার মুখে অন্ন তুলে দিয়ে সংসার চালাই। অথচ কোটি কোটি টাকার গোদাম তৈরী আছে এই পশ্চিমবাংলার প্রভাবশালী ব্যক্তিত্বদের কাছে। আর তারই একজন হলো হাওড়ার শৈলেশ পান্ডে। এই ব্যবসায়ীর স্ট্যান্ড রোডের বাড়িতে কলকাতা পুলিশের একটি তদন্তকারী দল অভিযান চালিয়ে চঞ্চল্যকর তথ্য খুঁজে পাই। আচমকিতেই শৈলেশ বাবুর বাড়িতে ঢুকে ….
তল্লাশি চালিয়ে সেখানে খোঁজ মেলে ১৭ টি ব্যাংক একাউন্টের এর মধ্যে একই রাষ্ট্যায়াত্ব ব্যাংকের ছটি অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হয়।
উল্লেখ যে ওই ছটি একাউন্টে মোট ৫৭ কোটি টাকার লেনদেন চলে বলে অভিযোগ। এই যাবত পর্যন্ত মোট ১৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা যায় বিশেষ সূত্রে জানা যায় যে শৈলেশ পান্ডে একজন পেশায় চার্টার্ড আকউন্ট। শৈলেশ পান্ডে একজন পেশায় চাটার্ড অ্যাকাউন্টের স্টান রোডের বহুতলে আবাসনের দশ তলার উপর থাকতেন তিনি আর সেখানেই অভিযান চালিয়ে প্রায় এক চাঞ্চল্যকর তথ্যের হদিশ উঠে আসে তদন্তকারী পুলিশ অফিসারদের কাছে। বিশেষভাবে জানা যায় কয়েক বছর আগে শৈলেন পান্ডের বাড়িতে হানা দিয়ে গোয়েন্দারা ছয় (6) কোটি টাকা উদ্ধার করেছিলেন ।
সূত্রের খবর এবার ও শৈলেশ বাবু ও তার ভাই অরবিন্দুর একাধিক আবাসনে হানা দেন পুলিশ অধিকর্তারা । কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখার আধিকারিকরা মঙ্গলবার রাত্রে শিবপুরের অপ্রকাশ মুখার্জি লেনের আবাসনে হানা দিয়ে পাঁচ কোটি 95 লক্ষ টাকা উদ্ধার করেন বলে জানা যায় এবং প্রচুর পরিমাণ বাজেয়াপ্ত করেন সোনার গহনা। যদিও জানা যায় আগের দিন শৈলেশ বাবুর গাড়ি থেকে প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার হয়েছে এখনো তল্লাশি চলছে শহর কলকাতায় হঠাৎ হঠাৎ এই হানা আমজনতার বুকে বল এনে দিয়েছে ।
