Sasraya News

Thursday, February 13, 2025

Swayangsiddha: ‘স্বয়ংসিদ্ধা’ সচেতনতা মূলক কর্মশালা কালনা থানার

Listen

সাশ্রয় নিউজ : পূর্ব বর্ধমান:  কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হল ‘স্বয়ংসিদ্ধা‘ সচেতনতা মূলক কর্মশালা। এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার কালনা থানার এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কৃষ্ণা সাহা ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মুনমুন সিংহ মন্ডল।

Kalna : শিশুমৃত্যু ঘিরে চাঞ্চল্য কালনা মহকুমা হাসপাতালে 

এছাড়া উপস্থিত ছিলেন কালনা পূর্ব বর্ধমান থানার লেডি কনস্টেবল এবং সিভিক পুলিশ আধিকারিকেরা এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্তা প্রধান শিক্ষিকা শ্রীমতি ফাল্গুনী মল্লিক মহাশয় এবং অন্যান্য শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ।। আজকে এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল নারীদের সুরক্ষার ব্যাপারে পরামর্শদান তার জন্য তাদেরকে বিভিন্ন সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেয়া, বাল্যবিবাহ রোধ করা ।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত প্রতারণা মূলক ফাঁদ পাতা হয় বয়সন্ধিকালের মেয়েরা সেই ফাঁদে পা না দেবার জন্য সতর্কতামূলক বার্তা । বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যে মূল বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শ্রীমতি মমতা রায় চৌধুরী এবং কালনা থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর কৃষ্ণা সাহা । তাঁরা মেয়েদেরকে স্বয়ংসিদ্ধা হবার ব্যাপারে পরামর্শ দেন।

তার জন্য তাদেরকে প্রথমেই সুশিক্ষিত হতে হবে নিজেদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। তাদেরকে এই বার্তাও দেয়া হয়। যদি কখনো কোন অপরাধমূলক কাজকর্মের বিষয়ে কিছু জানতে পারে তাহলে অবশ্যই তাদেরকে বিশেষ নম্বর দেয়া হয় সেই নম্বরে যোগাযোগ করে জানানোর সুপরামর্শ দেওয়া হয় । সঠিক সময়েই

সেই নম্বরের যোগাযোগ করতে বলা হয়েছে। এই সচেতনতামূলক কর্মসূচি থেকে শ্রীমতি মমতা রায়চৌধুরী এই বার্তা দেন মেয়েদেরকে সচেতনতা ,সহযোগিতা এবং আত্মনির্ভরশীলতা তাদেরকে মূল মন্ত্র হিসেবে ধরে নিতে বলা হয় । তাদেরকে সেই অধিকার দিতে পারে সুশিক্ষা। আর এই শিক্ষাই অমানবিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। একমাত্র সমাজের এই সচেতনতাই পারে মেয়েদেরকে আত্মনির্ভরশীল হয়ে গড়ে তুলতে।

এর জন্য সর্বস্তরে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বিদ্যালয়ের শিক্ষিকারা এবং কালনা থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কৃষ্ণা সাহা ও মুনমুন সিংহ মন্ডল তাঁরা আশ্বাস দেন।। এরই সঙ্গে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তাতে ছিল নাচ-গান কবিতা আবৃত্তি এবং ক্যারাটে।

অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কৃষ্ণা সাহা বলেন ‘তাদের পুজো খুব ভালো কাটুক সমাজের সকলকে নিরাপত্তা দান করাই তাদের প্রধান লক্ষ্য। সকলে ভালো থাকুন’ এই বার্তা মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়। এবং পুরো অনুষ্ঠানটির

সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষিকা শ্রীমতি মমতা রায় চৌধুরী।

আরও পড়ুনPurba Burdwan : কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক অনুষ্ঠানে নাটক অন্য মাত্রা যোগ করে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment