Sasraya News

Friday, March 28, 2025

শ্রীমন্ত ভদ্র-এর কবিতা 

Listen

🍂কবিতা 

 

 

শ্রীমন্ত ভদ্র-এর কবিতা 

পাণ্ডুলিপি 

এখনো তোমার পাণ্ডুলিপির ধূসর কাব্যে ক্ষয়
বোধের আড়ালে বুকের ভিতর বিপন্ন বিস্ময়।

অবারিত মাঠ,ফসলের ঘুম,শুয়ে আছে বড় একা
মড়কে ইঁদুর গর্তে লুকোয় পেঁচাদের কাছে শেখা

সভ্যতা বুঝি লাশকাটা ঘর ডুবেছে অন্ধকারে
ছাই চাপা‌‌ দেহ ভেসে ভেসে ওঠে প্রকৃতির সম্ভারে।

কোন্ নির্জনে হারানো ব্যথার স্বাক্ষর থেকে যায়
আকাশের গায়ে তারাদের আলো মিটিমিটি চমকায়।

ছবি : আন্তর্জালিক 

 

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 16th February 2025 | Issue 52 || সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | সংখ্যা ৫২

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment