



🍂কবিতা
শ্রীমন্ত ভদ্র-এর কবিতা
পাণ্ডুলিপি
এখনো তোমার পাণ্ডুলিপির ধূসর কাব্যে ক্ষয়
বোধের আড়ালে বুকের ভিতর বিপন্ন বিস্ময়।
অবারিত মাঠ,ফসলের ঘুম,শুয়ে আছে বড় একা
মড়কে ইঁদুর গর্তে লুকোয় পেঁচাদের কাছে শেখা
সভ্যতা বুঝি লাশকাটা ঘর ডুবেছে অন্ধকারে
ছাই চাপা দেহ ভেসে ভেসে ওঠে প্রকৃতির সম্ভারে।
কোন্ নির্জনে হারানো ব্যথার স্বাক্ষর থেকে যায়
আকাশের গায়ে তারাদের আলো মিটিমিটি চমকায়।
ছবি : আন্তর্জালিক
