Sasraya News

Friday, March 28, 2025

Amit Shah : মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর বিরোধীদের বিঁধলেন অমিত শাহ

Listen

মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর বিরোধীদের বিঁধলেন অমিত শাহ

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : বুধবার লোকসভায় পাশ হল মহিলা সংরক্ষণ বিল। এখন থেকে মহিলাদের জন্য ৩৩ শতাংশ বরাদ্দ থাকবে বলে উল্লেখ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ লোকসভায় তাঁর বক্তব্যে বলেন, “কিছু রাজনৈতিক দলের কাছে  নারীদের উন্নয়নটি (political agenda) রাজনৈতিক হাতিয়ার। (political tool) আর এই রাজনৈতিক হাতিয়ারকে করে নির্বাচনী বৈতরণী পার করে তারা। কিন্তু, বিজেপি (BJP) ও নরেন্দ্র মোদির (Narendra Modi ) কাছে এটা কোনও রাজনৈতিক বিষয় নয়। এটা মহিলা  ক্ষমতায়ন বিল (Women’s Reservation Bill) করানোর চেষ্টা পাঁচ নম্বর প্রচেষ্টা। দেবগৌড়া জি থেকে মনোমোহন সিং জি  (Manmohan Singh ji) পর্যন্ত মোট চারবার তাঁদের সময়কালে বিলটি পাস করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ঠিক কী কারণ তাঁরা বিলটি পাস করাতে পারেননি তার কারণ কী।” উল্লেখ্য এদিন সংসদে বিরোধীদের সঙ্গে শোরগোল শুরু হয়। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment