



সাশ্রয় নিউজ ★ চালসা : বিজেপি-র চালসার সভায় (BJP Chalsa Rally) রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারকে (TMC Government) আক্রমণ বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উত্তরবঙ্গের (North Bengal) এই সভা থেকে শুভেন্দু বলেন, ‘মোদি ক্ষমতায় আসার পর ৭২ লক্ষ শৌচালয় দিয়েছিলেন। নরেন্দ্র মোদি ৩০ হাজার কোটি টাকা দিয়েছিলেন ৪০ লক্ষ বাড়ির তৈরির জন্য। নরেন্দ্র মোদির দেওয়া টাকা একজনও পাননি’। প্রসঙ্গত এই সভা থেকে প্রকারান্তরে রাজ্য সরকারের প্রতি দুর্নীতির (Scam) অভিযোগ আবার সামনে নিয়ে এলেন বিরোধী দলনেতা (West Bengal Assembly Opposition Leader) এর আগেও বারবার বিজেপি নেতারা রাজ্য ও রাজ্যের ক্ষমতাসীন দলের প্রতি দুর্নীতির অভিযোগ নিয়ে এসেছেন। এদিনও চালসার সভা থেকে বিজেপি-এর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-এর ( Suvendu Adhikari) গলায় আক্রমণাত্মক সুরেরই প্রতিধ্বনি শোনা যায়। অন্যদিকে, রাজ্যের সরকারের তোলা কেন্দ্রীয় সরকারের প্রতি ১০০ দিনের টাকা বয়েয়া টাকার দাবিতে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে ‘গো-ব্যাক স্লোগান’ (Go Back Slogan) দেয় স্থানীয় তৃণমূল (Tmc) নেতা-কর্মীরা। মালবাজারে (Malbazar) তাঁকে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় বলে উল্লেখ।
-সংগৃহীত
আরও পড়ুন : Jyotipriya Mallick : SSKM-এ জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সরল সিসি ক্যামেরা
