



কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে বন্ধ করে রাখলেন দলেরই একাংশের কর্মীরা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে তালা বন্ধ করে রাখার অভিযোগ। সূত্রের খবর, শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগ দলেরই একাংশের। ঘটনার সূত্রপাত, মঙ্গলবার মন্ত্রী সুভাষ সরকার সাংগঠনিক বৈঠকে করছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে। এমন সময় ক’য়েকজন এসে বৈঠক কক্ষে প্রবেশ করেন। তাঁরা মন্ত্রীর বিরুদ্ধে কাছের লোকেদের পদ পাইয়ে দেওয়া ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সভা কক্ষের ভেতর মন্ত্রীকে রেখে তালা বন্ধ করে দেন। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের হাতে বাঁকুড়া জেলা সাংগঠনিক সভাপতি সুনীল রুদ্র মণ্ডল আহত হন বলে উল্লেখ। তালাবন্ধ মন্ত্রীকে উদ্ধার করে নিয়ে যায় সিআইএসএফ-এর বাহিনী। বিজেপির অভিযোগ, ‘বিক্ষোভকারীরা বিজেপি’র কর্মী নন। তৃণমূলের উস্কানিতে বিক্ষোভকারীরা এই কাণ্ড করেছে।” যদিও বিশেষ সূত্রে খবর, বিক্ষোভকারীরা নিজেদের বিজেপি কর্মী বলেই দাবী করেন। ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক মহলে তর্জা তৈরি হয় বলেই উল্লেখ।
