



কামদুনি ইস্যুতে পথে শুভেন্দু
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কামদুনি গণধর্ষণকাণ্ড নিয়ে ফের পথে প্রতিবাদীরা। এদিন ভিক্টোরিয়া হাউস থেকে গান্ধী মূর্তি পর্যন্ত তাঁরা মিছিল করেন। অন্যদিকে, কামদুনি থেকে বিজপির মহিলা মোর্চা মিছিল করেন। ওই মিছিলে অংশ নেন, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবু রাজ্য সরকারের দিকে নিশানা করে বলেন, “মৌসুমী, টুম্পা বা বাকিদের জন্য নিরাপত্তার ব্যবস্থা হয়নি। নিরাপত্তার ব্যবস্থা হয়েছে, কিন্তু যারা ধর্ষক তাদের বাড়ির সামনে পুলিশ পোস্টিং হয়েছে। তাদের বাড়ির সামনে পুলিশের মোতায়েন হয়েছে। যাতে তারা সুরক্ষিত থাকে।” বিধানসভার বিরোধী দল নেতা আরও বলেন, “প্রমাণ হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাঁর পুলিশ ধর্ষকদের সুরক্ষা দেয়। তাই বিজেপির এই মহিলা মোর্চা আজকের এই আন্দোলন নয়, আগেও সুকান্ত মজুমদারের নেতৃত্বে এখানে জেলা বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিল। আজ আমরা হেঁটে গেলাম। গতকাল আমরা পরিবারের সঙ্গে এবং যাঁরা প্রতিবাদী নারী মৌসুমী-টুম্পার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের এসএলপির উপর নির্ভর না করে, তাঁরা যদি সুপ্রিম কোর্টে যান, তাহলে BJP, বিরোধী দলনেতা…আমরা সর্বোচ্চ দুই ব্যারিস্টারের নাম আমাদের দিয়েছেন। আমরা তাঁদেরই ব্যবস্থা করেছি। আমরা নিশ্চিত উচ্চ আদালতের হস্তক্ষেপে এই ধর্ষকরা সর্বোচ্চ শাস্তি পাবে। আমাদের যে বোনটিকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তাঁর আত্মা শান্তি পাবে।” উল্লেখ্য যে কলকাতা হাইকোর্ট কামদুনী গণধর্ষণ মামলার রায় ঘোষণা করার পরেই ফের গর্জে ওঠে প্রতিবাদীরা।
-ফাইল চিত্র
