



মি ঠু ন চ ক্র ব র্তী-এর কবিতা
অভাব
তীব্র জলস্রোত জানে,
কীভাবে শক্ত মুঠোয় ধরে রাখতে হয় বাঁধভাঙা খিদে।
ফলভর্তি খাঁচার পাখিকেও দরজা খুলে দিলে
সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে,
অভাব আর প্রকৃত প্রাচুর্য ঠিক কেমন দেখতে হয়।
শুধু সভ্যতার ব্যাকরণ আজও শিখতে পারলো না
বানানো পোশাক খুলে ফেলে দিলে
সবাই আসলে জন্মগত উলঙ্গ।

অলঙ্করণ : প্রীতি দেব
লেখা পাঠান 👉 স্থানীয় সংবাদ, স্বরচিত গল্প, স্বরচিত কবিতা, স্বরচিত প্রবন্ধ, স্বরচিত ভ্রমণ, স্বরচিত উপন্যাস। e-mail id : sasrayanews@gmail.com
